সারা দেশের ১৫৬টি উপজেলায় ষষ্ঠ উপজেলার পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। বেশিরভাগ কেন্দ্রেই ছিল ফাঁকা। এতে অলস সময় কাটিয়েছেন পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
লালমনিরহাট কালীগঞ্জে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটকেন্দ্রগুলো ছিল ফাঁকা। দুএকজন ছাড়া ভোটকেন্দ্রে ভোটার দেখা যায়নি। কাকিনা, বারাজান ভোটারের ভোটার উপস্থিতি ছিল হতাশাজনক। অনেক কেন্দ্রে ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তা, পুলিশ, আনসার-ভিডিপি সদস্য ও পোলিং এজেন্টদের অলস সময় পার করতে দেখা গেছে। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, দুই ঘণ্টায় ছয় ভাগও ভোট পড়েনি।
সরেজমিনে উপজেলার কাকিনা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে দুপর ১২টায় গিয়ে দেখা গেছে, ভোট সংগ্রহ হয়েছে মাত্র ৩৭টি। এই কেন্দ্রের মোট ভোটার দুই হাজার ৫০০ জন। দুহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টায় গিয়ে দেখা গেছে, এ কেন্দ্রে তিন ঘণ্টায় দুই হাজার ৪৬৩ ভোটের মধ্যে সংগ্রহ হয়েছে ৩০টি বলে জানিয়েছেন। দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রে ভোটার নেই বললেই চলে। হঠাৎ দুএকজন ভোটার আসছেন ভোট দিতে। পুলিশ, আনসার ও পোলিং অফিসাররা বসে থেকে অলস সময় কাটাচ্ছেন।
শিয়ালখোওয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নির্মল চন্দ্র বলেন, এখন মানুষ ধান কাটা এবং ফসল তোলায় ব্যস্ত সময় পার করছেন। এতে ভোটার উপস্থিতি কম ছিল। এক আনসার সদস্যকে মোবাইল ফোনে ব্যস্ত থাকতে দেখা গেছে। এছাড়া অনেকেই খোশগল্প করে সময় কাটিয়েছেন। বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে গিয়েও ভোটারের কোনো লাইন দেখা যায়নি।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ