টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর এবং ঘাটাইলে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে৷
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।
এই নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এ ছাড়া ভাইস চেয়ারম্যান ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে৷ নির্বাচনে তিন উপজেলা মিলে ৮ লাখ ৮৯ হাজার ১৭১ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
নয়াশতাব্দী/জিএস/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ