পটুয়াখালীর কলাপাড়ায় আকষ্মিক বজ্রপাতে জাকির ফকির নামে এক ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ মে) বিকেল ৪টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির খলিলপুর গ্রামে এই শ্রমিকের মৃত্যু হয়।
নিহত জাকির মস্তফাপুর গ্রামের মোতালেব ফকিরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জহির জানান, জাকির মহাসড়কের লাগোয়া খলিলপুর গ্রামে গুঁড়ি বৃষ্টির মধ্যে রেজাউলের বাড়িতে কাজ করছিলেন। কিন্তু আকস্মিক বজ্রপাত ঘটলে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ