চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে হামিদা আক্তার (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার পুটিবিলার পশ্চিম পাশে হানিফের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হামিদা মৃত নাজির হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী বলে জানা যায়।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান বলেন, রাতের অন্ধকারে দোকানের দিকে যাচ্ছিলেন হামিদা। যাওয়ার সময় রাস্তায় হাতির সামনে পড়েন। হাতিটি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ