কুমিল্লার নাঙ্গলকোটে চলছে ভেকু দিয়ে কৃষি জমি থেকে মাটি কাঁটার উৎসব। প্রকাশ্যে এ মাটি কাটার প্রতিযোগিতায় নেমেছে অসাধু কিছু ব্যবসায়ী।
প্রশাসন ভেকু ও ট্রাক মালিকদের জেল জরিমানা দিলেও কোনো তোয়াক্কা না করেই চলছে মাটি কাটার এ উৎসব বলে জানান স্থানীয় এলাকাবাসী।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, কৃষি জমি থেকে মাটি নিয়ে যাওয়ার ফলে মাটির উর্বরতা শক্তি দিন দিন কমে ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ না নেওয়ার কারণে মাটি ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
ভবিষ্যতে এ সকল জমিতে ভালো ফলাফল আসবেনা বলে ধারণা করছেন কৃষকরা।
এ বিষয়ে জানতে নাঙ্গলকোট (ভূমি) কর্মকর্তা মেহেদী হাসানের সাথে মুঠোফোন একাধিক বার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ