ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

মাদক মামলায় নারীর যাবজ্জীবন

প্রকাশনার সময়: ২০ মে ২০২৪, ১৫:৫২

টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাসলিমা (৩৬) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় দেন। রায়ে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত তাসলিমা (৩৬) মির্জাপুরের গোড়াই মঈন নগর এলাকার রাজু আহাম্মেদের স্ত্রী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ মার্চ মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে থেকে অভিযান পরিচালনা করে বিক্রির সময় তাসলিমার কাছ থেকে ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার করে থানা পুলিশ। পরে এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে এ ঘটনায় মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন ২০১৭ সালের ২৩ মে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালতের বিচারক স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাসলিমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি এস আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ