ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রামে প্রবাসীর স্বর্ণ ছিনতাই, গ্রেফতার পুলিশের এসআই

প্রকাশনার সময়: ১৯ মে ২০২৪, ২৩:৩৮

চট্টগ্রামে প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৮ মে) বিকেলে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে আব্দুল মালেক নামে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

এরপরে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে আটক করেছেন উপস্থিত জনতা। পরে তাকে পুলিশে দেওয়া হয়। একই সময় ওই পুলিশ কর্মকর্তার সাথে থাকা এক সোর্সকেও আটক করা হয়।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান বলেন, এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগরের খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরের খুলশী থানায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের টাইগারপাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয়। এরপর তাকে স্বর্ণসহ আটক করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়।

তবে মামলার বিষয়ে জানতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহকে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ