ময়মনসিংহের নান্দাইলে সংঘবদ্ধ পাগলা কুকুরের কামড়ে মো. আজিজুল হক (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ মে) ভোরে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারআনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজিজুল হক উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজ করতেন।
জানা যায়, আজিজুল হক নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন। রোববার ভোরে মসজিদে ফজরের নামাজ পড়ে আসার পথে সংঘবদ্ধ কুকুরের একটি দল আজিজুল হককে আক্রমণ করে। এক পর্যায়ে কুকুর আজিজুল হকের মুখ, চোখে কামড় দেয় ও পেট ছিদ্র করে নাড়িভুড়ি বের করে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, এটি খুবই মর্মান্তিক ঘটনা। আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ