ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ১৮ মে ২০২৪, ১৭:১৯

মুন্সীগঞ্জের কোটগাঁও এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ফিরোজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টার দিকে কোটগাঁও এলাকার কাজী কমরউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফিরোজ স্থানীয় মৃত আফসু মুন্সির ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে তার মরদেহ শনাক্ত করে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান ওই ব্যক্তি নিয়মিত মাদকসেবনকারী। নেশাগ্রস্ত অবস্থায় রাতে পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ