ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় জুয়েল রানা (৩৭) নামে এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডষ্টোর উত্তর বাজার আবু তালেবের ডেকোরেটর দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল গফরগাঁও উপজেলার ছিপান গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় শারমীর গ্রুপের শ্রমিক ছিলেন।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, ভোরে ফজরের নামাজ শেষে জুয়েল রানা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ