পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের উপর মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) সকাল ১১টায় শহরের ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের জয়নাল আবেদীন অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাপাউবো রংপুর উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বাপাউবো অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) জহিরুল ইসলাম, পরিকল্পনা প্রধান প্রকৌশলী ড.শ্যামল চন্দ্র দাস প্রমূখ।
কর্মশালায় পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীগুলোর পানি রক্ষায় টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। নদী খনন, নদীরবাঁধ নির্মাণ সহ কিভাবে নদীতে পানি ধরে রাখা যায় সে সম্পর্কে উপস্থিত সকলের কাছে মতামত নেওয়া হয়।
এ সময় বাপাউবো এর পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কর্মকর্তারা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ