টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (১৮ মে) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দিনাজপুরের পীরগঞ্জ উপজেলা সদরের আফজাল হোসেন এবং আমির হোসেন। নিহতরা দুইজন সম্পর্কে আপন খালাতো ভাই।
এ বিষয়ে বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, সকালে কয়েকজন কৃষক হযরত আলীর খেতে ধানকাটতে যান। এ সময় গুড়িগুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন আরও ৪জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ