ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

সবজির বাজারে উত্তাপ, চড়া দাম

প্রকাশনার সময়: ১৭ মে ২০২৪, ১০:৫৪ | আপডেট: ১৭ মে ২০২৪, ১১:৫৪

লালমনিরহাটের কালীগঞ্জে সপ্তাহের ব্যবধানে বাজারগুলোতে বেশ বেড়েছে সবজির দাম। সরবারহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম এ সপ্তাহে ঊর্ধ্বমুখী। ফলে বিপাকে পড়েছেন মধ্যবিত্তরা আর চাপে রয়েছেন নিম্নবিত্ত ও দরিদ্ররা।

শুক্রবার (১৭ মে) কালীগঞ্জে বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে, পটল, ঢেঁড়শ বিক্রি হচ্ছে মানভেদে ৪০ থেকে ৫০ টাকা দরে। এক কেজি বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। কাঁকরোল ৭০ টাকা, বরবটি ৫০ টাকার উপরে। সস্তার দামে পরিচিত পেঁপের কেজিও এখন ৪০ টাকা। গাজর ৬০ টাকা, শসা ৩০ টাকা ও টমেটো ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। করলা ৪০-৫০ টাকা, ঝিঁঙে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

চাপারহাট বাজারে সবজি কিনতে আসা মো আমিন মিয়া বলেন, ‘এ বাজারে অন্য সব বাজারের চেয়ে দাম একটু কম পাই, তাই আসি। কিন্তু সবজির দাম যেভাবে বাড়ছে, কিনে খাওয়াই কঠিন হয়ে যাচ্ছে।’

বাজারে সবকিছুর দাম বেড়েছে। শুক্রবার বাজারে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮৫ টাকা, যা আগের চেয়ে ৫ টাকা বেশি। এছাড়া আদা ৩০০ টাকা ও রসুন ২০০ টাকার নিচে মিলছে না।

বিক্রেতারা জানান, গরমে সবজির চাহিদা বেড়েছে কিন্তু সে অনুপাতে সরবরাহ নেই। এছাড়া সবজি দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে একধরনের সংকট তৈরি হয়েছে। তাই বেশিরভাগ সবজির দাম বাড়তির দিকে রয়েছে। বাজারে জিনিসপত্রের দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

চাপারহাটে বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মো. মাসুম মিয়া আক্ষেপ করে বলেন, ‘মাঝে সরকারের পক্ষ থেকে দৌড়ঝাঁপ দেখলাম। এখন তারা ঠাণ্ডা। অথচ বাজার গরম হয়ে উঠেছে। দেখার কেউ নেই।’

নয়াশতাব্দী/এনএইচ/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ