ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

ভালোবাসার টানে ঝিনাইদহে ফিলিপাইনের তরুণী

প্রকাশনার সময়: ১৬ মে ২০২৪, ১৩:৩১ | আপডেট: ১৬ মে ২০২৪, ১৪:২১

ভালোবাসার টানে প্রবাসী বাংলাদেশি যুবকের সঙ্গে ঝিনাইদহের মহেশপুরে চলে এসেছেন ফিলিপাইনের তরুণী জনালিন।

প্রবাসী আকাশ মিয়া উপজেলার স্বরুপপুর ইউনিয়নের গকুলনগর গ্রামের আলমগীর মিয়ার ছেলে।

আকাশ মিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় বছর পূর্বে সংসারের আর্থিক চাহিদা পূরণের আশায় বুকভরা স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান আকাশ মিয়া। সেখানে মাইনিউ ডটকম কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় কুয়ালালামপুরে একটি বেসরকারি প্রাইভেট ক্লিনিকের সেবিকা খ্রিস্টান ধর্মাবলম্বী ফিলিপাইন তরুণী জনালিনের (২৮) সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় থেকেই ভালোবাসায় রুপ নেয় তাদের। এক সময় সেখানে বিবাহ করেন তারা। বিয়ের তিন বছর পর বিদেশি স্ত্রীকে নিয়ে শুক্রবার (১০ মে) নিজ বাড়িতে আসেন আকাশ।

এরপরে গত ১১ মে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাজী অফিসে বাংলাদেশের মুসলিম বিবাহের আইনে আকাশ ও ফিলিপাইন তরুণী জনালিনের বিয়ে হয়। বিয়েতে পঁচাত্তর হাজার টাকা কাবিন করা হয়।

জনালিন জানান, তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে জনালিন নাম পরিবর্তন করে বর্তমান ইশরাত জাহান নাম রেখে আকাশ মিয়ার সঙ্গে বিবাহ করেন।

এদিকে বিদেশি নাগরিককে পুত্রবধূ পেয়ে বেশি খুশি আকাশ মিয়ার পরিবারের সদস্যরা। অপরদিকে বিদেশি নববধূকে দেখতে ভিড় করছে তাদের বাড়িতে উৎসুক গ্রামবাসী। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে।

নয়া শতাব্দী/এনএইচ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ