ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

রূপগঞ্জে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশনার সময়: ১৫ মে ২০২৪, ১৪:১৪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি।

বুধবার (১৫ মে) বেলা ১২টার দিকে উপজেলার ডেমরা কালীগঞ্জ সড়কের বেলদী এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পর গত সোমবার ঢাকা জজ কোর্টে স্থায়ী জামিন নিতে যান। এসময় আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ