ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬
বঙ্গবন্ধু সেতু মহাসড়ক 

রাতেও দীর্ঘ যানজটে ভোগান্তি 

প্রকাশনার সময়: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে দিনভর থেমে থেমে যানজট থাকার পর রাত বাড়তেই এর তীব্রতা বাড়ছে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তরাঞ্চলের যাত্রীদের।

শুক্রবার রাত সাড়ে ১০ দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু থেকে শুরু করে হাটিকুমরুল গোলচত্বর ও চান্দাইকোনা রুটেও ছড়িয়ে পড়েছে যানজট। এর আগে জরাজীর্ণ নলকা সেতু ও সীমান্ত বাজার এলাকায় ঘটে যাওয়া একটি দুর্ঘটনার কারণে দিনভর এ মহাসড়কে থেমে থেমে যানজট ও কখনো ধীরগতি দেখা দেয়।

গাড়ি চালক-হেলপারের সঙ্গে কথা বললে তারা জানান,গত দুই সপ্তাহ ধরে এ রুটে সারাক্ষণই যানজট লেগে থাকে। নলকা সেতুর কারণেই এ যানজট সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন, রাস্তাঘাট খারাপ হওয়ার কারণেই মূলত যানজট সৃষ্টি হচ্ছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ