৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে টাঙ্গাইল সদর, দেলদুয়ার এবং নাগরপুর উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন।
সোমবার (১৩ মে) সকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ৩য় ধাপের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আনোয়ার মাহমুদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এসময় তিন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দের পর সকল প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ