ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি বলেছেন, চিলাহাটি-হলদিবাড়ি রেলওয়ে পথ দিয়ে শুধু বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল সীমাবদ্ধ থাকবে তা নয়। এই রেলওয়ে পথ দিয়ে নেপাল ও ভুটানের ট্রেনও চলাচল করবে। পণ্য পরিবহনের ক্ষেত্রে বেনাপোল, হিলি বা সোনা মসজিদ বন্দর খুব চাপে থাকে। ফলে নতুন নতুন বন্দরের সংস্থান করা গেলে উভয় দেশের ভিন্ন ভিন্ন অঞ্চলে বাণিজ্যের সম্ভাবনা গড়ে উঠতে পারে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশন ও ভারতীয় সীমান্ত এলাকা পরিদর্শনে এসে বাংলাদেশে নিয়োজিত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে যে সমস্ত কাজ প্রক্রিয়াধীন, তা দ্রুত সস্পূর্ণ করা হবে এবং এই রেলপথটির মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধ পরবর্তী বন্ধ হওয়া সকল যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় ধীরে ধীরে পুনরায় চালু করছে ভারত সরকার।
পরে উন্নয়নমূলক কাজ পরিদর্শন, পাসপোর্টের মাধ্যমে দুই দেশের মানুষের চলাচলের ব্যবস্থা, এ রেলপথে ভারত থেকে আমদানীকৃত মালামাল, ভারতীয় ট্রেন বাংলাদেশে প্রবেশ নিয়ে নানা পর্যালোচনা শেষে ডাঙ্গাপাড়া সীমান্তের মেইন পিলার ৭৮২/৩-এস পিলারের পাশ দিয়ে বাংলাদেশ-ভারতের রেল সংযোগ পথটি পরিদর্শন করেন তিনি।
এসময় নীলফামারী কাস্টমস অফিসের রাজস্ব কর্মকর্তা তুষার কান্তী রায়, সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তাফিজার রহমান, ডোমার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ