নাটোরের বাগাতিপাড়ায় গোসলের জন্য রাখা পানিভর্তি ড্রামে পড়ে আড়াই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১২ মে) উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মানহা বিনিতে মুস্তাফিজ ওই গ্রামের মুস্তাফিজুর রহমান মোস্তাক ও রিচি আক্তার দম্পতির একমাত্র সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মানহা বিনতে মুস্তাফিজ তার বড় চাচি শিলা'র কাছে থেকে তার মায়ের কাছে এলে তার মা রিচি আক্তার তাকে ঘুম পাড়াবে বলে ঘরে নিয়ে যান। কিছুক্ষণ পরে রিচি মনে করেন তার মেয়ে ঘুমিয়েছে। একপর্যায়ে মা নিজেও ঘুমিয়ে পড়েন। বেশ কিছু সময় পরে মানহার মা ঘুম থেকে জেগে দেখেন বিছানায় মেয়ে নেই। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এরই একপর্যায়ে দেখেন বাড়ির গোসল খানায় গোসলের জন্য রাখা প্লাস্টিকের ড্রাম ভরা পানিতে উপুড় হয়ে পড়ে আছে তার মেয়ে। এ সময় তিনি চিৎকার দিয়ে সেখান থেকে মেয়েকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ড্রামের ওই পানিতে খেলা করতে গিয়ে শিশু মানহা বিনিতে মুস্তাফিজের মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা। এদিকে শিশু মানহার এমন মৃত্যুতে গোটা মাড়িয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। শিশুটির মরদেহ সুরাতহাল প্রতিবেদন তৈরি করে তার দাফনের অনুমতি দেওয়া হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ