ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

প্রকাশনার সময়: ১২ মে ২০২৪, ১৯:১৩ | আপডেট: ১২ মে ২০২৪, ১৯:২৪

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উৎযাপন করা হয়েছে।

রোববার (১২ মে) দুপুরে উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার দীপ্ত কুন্ডু, মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কর্মকার, ডাক্তার সাগরিকা, ডাক্তার মাসুদ সিনিয়র স্টাফ নার্স ফারজানা মুনমুন, উমা পাল, স্যানিটারি ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন এম টি ইপিআই এবিএম আনিসুল হক।

আলোচনার পর সকলের উপস্থিতিতে আনন্দময় পরিবেশে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ