ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশনার সময়: ১২ মে ২০২৪, ১৮:৫৪

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ঝিনাইদহের হরিণাকুন্ডুতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে নুপুর খাতুন (১৫) নামে এক শিক্ষার্থী।

রোববার (১২ মে) দুপুরে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামে এ ঘটনা ঘটে।

নুপুর ওই গ্রামের আসাদুল ইসলাম মন্ডলের মেয়ে ও দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. শামীম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রোববার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর নুপুর ইন্টারনেটে তার ফলাফল দেখে হতাশ হয়ে পড়ে। পরীক্ষার ফলাফল দেখে লজ্জায় ঘরে গিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন পিন্টু জানান, মেয়েটি অনেক শান্ত স্বভাবের ছিল। এভাবে সে আত্মহত্যা করবে তা ভাবতেও পারিনি।

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, এসএসসি পরীক্ষায় ফেল করে এক ছাত্রীর আত্মহননের খবর শুনেছি। তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ