চট্টগ্রামের সীতাকুণ্ডে পা দিয়ে লিখে চট্টগ্রাম বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন রফিকুল ইসলাম রাব্বি। অদম্য সাফল্য বয়ে এনে প্রশংসায় ভাসছেন তিনি। ফলাফলে খুশি হয়ে তাকে মিষ্টি খাওয়ান শিক্ষক ও সহপাঠীরা।
জন্মগতভাবে রাব্বি সুস্থ এবং স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু ২০১৬ সালের ৫ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসক তার দুই হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। তবুও থেমে থাকেননি রাব্বি। কঠোর পরিশ্রমের ফলে ভালো ফলাফল করেছে বলে জানায় তার পরিবার।
এদিকে ফলাফলের খবর শুনে তার পরিবার ও এলাকায় আনন্দের বন্যা বইছে। সে ভাটিয়ারী ইউনিয়নের বজলুর রহমানের ছেলে এবং হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী।
রাব্বির ফলাফলের খবর শুনে স্থানীয়রা জানায়, তার মনোবল ও অদম্য ইচ্ছাশক্তিই তাকে সুস্থ ও স্বাভাবিক শিক্ষার্থীদের মতো সাফল্য এনে দিয়েছে। একজন শারীরিক প্রতিবন্ধী রাব্বি এসএসসিতে এ প্লাস পাওয়ার জন্য পা দিয়ে লিখে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় মানুষের মুখ উজ্জ্বল করেছেন।
ছেলের গৌরবোজ্জ্বল ফলাফলের খবর শুনে আনন্দে বাবা-মায়ের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। পা দিয়ে লিখে এমন ভালো ফলাফল করবে যা অবিশ্বাস্য।
বাবা বজলুর রহমান ছেলের অনুভূতির কথা বলতে গিয়ে বলেন, আল্লাহর কাছে শুকরিয়া। এটা আমার ছেলের নিষ্ঠা ও পরিশ্রমের ফল। অগণিত মানুষের দোয়া ও ভালোবাসা আমার ছেলের সঙ্গে আছে।
এ প্রসঙ্গে রাব্বি বলেন, ‘কখনো ভাবিনি আমি শারীরিকভাবে প্রতিবন্ধী। আমার মনোবল সবসময় শক্তিশালী ছিল। যার কারণে মানুষের দোয়া ও ভালোবাসায় ভালো ফল পেয়েছি।’ ভবিষ্যতে শিক্ষা শেষ করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে রাব্বি।
ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্য বলেন, আমরা মুগ্ধ যে রাব্বি শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অন্যান্য শিক্ষার্থীদের চেয়ে ভালো ফলাফল করেছে। আমি আশা করি সে জীবনে অনেক বড় হবে। রাব্বির মনোবল দেখে মনে হয়নি যে সে শারীরিকভাবে অক্ষম ছিল। সে খুব মেধাবী। তার মেধা, মনোবল ও জনগণের দোয়ায় আজ এ প্লাস পেয়েছে। তাই আমি বিত্তবানদের প্রতি অনুরোধ করব রাব্বির পড়াশোনায় সহায়তা করতে যাতে এগিয়ে আসেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ