ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

প্রকাশনার সময়: ১২ মে ২০২৪, ১৭:৩২

চুয়াডাঙ্গায় ট্রক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১২ মে) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের নতুন বাজার এলাকার ফিরোজ রোডে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি মাদরাসা পাড়ার মৃত মোয়াজ্জেম হকের ছেলে এবং নতুন বাজারের একটি ওয়েল্ডিংয়ের দোকানে শ্রমিকের কাজ করতেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে ফিরোজ রোডে পৌঁছালে চলন্ত এক ইজিবাইকের সাথে ধাক্কা লেগে সড়কের উপর ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জোবায়দা জামান জয়া পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ