সাতক্ষীরার আশাশুনির পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে অপদ্রব্য পুশ করার সময় ৬৬০ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। জব্দ চিংড়িগুলো পরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
শনিবার (১১ মে) দুপুরে উপজেলার চাপড়া গ্রামে এই অভিযান চালানো হয়। এসময় এক ব্যবসায়ীকে ২০ হাজার জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ দেয়া তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া গ্রামের তিনটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দক্ষিণ চাপড়া গ্রামের ইশার আলী গাজীর ছেলে আব্দুল মালেকের বাড়ির বেডরুম থেকে সরঞ্জামাদিসহ জেলি পুশকৃত ১০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। এ অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।
তিনি জানান, পরে একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে মোহাম্মদ আলী সরদারের দোতলা বিল্ডিংয়ের নিচ তলার তালাবদ্ধ বেডরুমের ভিতর থেকে ৫০০ কেজি জেলি পুশকৃত বাগদা চিংড়ি, সিরিঞ্জ ও জেলি জব্দ করা হয়।
এ ছাড়া মৃত আফিল উদ্দিন সরদারের ছেলে আলতাফ হোসেন সরদারের বাড়ি থেকে ৬০ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি ও পুশিং সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দকৃত চিংড়িগুলো পরে উপজেলা পরিষদ চত্বর মাঠে আগুনে পুড়িয়ে মাটি চাপা দেয়া হয়।
এ ব্যাপারে আশাশুনি থানায় মামলা দায়ের করা হয়েছে রয়েছে বলে জানান তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের এসআই আব্বাস আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ