শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সুনামগঞ্জে শিশু সাকিবুল হত্যা মামলার পাঁচ আসামি আটক

প্রকাশনার সময়: ১১ মে ২০২৪, ১৯:৩৯

সুনামগঞ্জের তাহিরপুরে নদীর তীরের বালুতে পুঁতে রাখা অবস্থায় শিশু সাকিবুল ইসলামের (৭) মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ মে) সকালে সাবিকুলের গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, আজ সকালে মোদেরগাঁও গ্রাম থেকে পুলিশ পাঁচজনকে আটক করে। এর মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে সাকিবুলের আত্মীয় ও প্রতিবেশী রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিবুল স্কুলে না যাওয়ার কারণে তার মা বকা দিলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। পরের দিন সকালে যাদুকাটা নদীর পাড়ে শিশুটির একটি হাত দেখতে পায় এলাকার লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে সবার উপস্থিততে মরদেহ উদ্ধার করে। ঘটনার দুইদিন পর অজ্ঞাত আসামিদের নামে থানায় হত্যা মামলা করেন হারুন মিয়া। পরে আজ সকালে সাবিকুলের গ্রাম থেকে পাঁচজন কে আটক করে পুলিশ।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন পাঁচ ব্যক্তির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ