ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

প্রকাশনার সময়: ১১ মে ২০২৪, ১৮:৪০

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো. সাগর হোসেন (৩৫)) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

নিহত সাগর পাবনা সদর উপজেলার পূর্ব আগরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

শনিবার (১১ মে) মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবোঝাই ট্রাক সামনে থাকা চট্টগ্রামমুখী অজ্ঞাতনামা চলন্ত একটি গাড়ির পেছনে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় ট্রাকচালক সাগর রক্তাক্ত জখমসহ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুরবণ করেন।

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাইদুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন জানান, শনিবার রাত ৩টায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পদুয়া রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ