ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

তাড়াশে রক্তদাতাদের মিলনমেলা

প্রকাশনার সময়: ১১ মে ২০২৪, ১৮:২০

সিরাজগঞ্জের তাড়াশে ‘আমরা পেরেছি আমরাই পারবো, রক্ত দিয়ে অসহায় রোগীর পাশে দাঁড়াবো’ প্রতিপাদ্যকে ধারণ করে স্বেচ্ছায় রক্তদান সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শতাধিক রক্তদাতাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে) দুপুরে তাড়াশ মহিলা মাদরাসার হল রুমে সংগঠনের সভাপতি দেলবর আহম্মেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ।

সংগঠনের সহ-সভাপতি আমিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) বিভাগীর প্রধান প্রফেসর ডা. হাফিজা সুলতানা বলেন, রক্ত দেওয়া বড় একটি কঠিন ও মহৎ কাজ, যা তাড়াশ রক্তদান সংগঠন করে যাচ্ছে। রক্ত দেয়ার সাহসই প্রকৃত সাহস। যারা রক্ত দেয় তারাই প্রকৃত বীর। যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায় তারাই জীবনে সফল হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর ইকবাল, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, প্রভাষক আইয়ুব আলী, প্রভাষক রহুল আমিন, ভিলেজ ভিষনের পরিচালক শরীফ খন্দকার, তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ম. ম জর্জিয়াস মিলন রুবেল, তাড়াশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়, সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হক, সদস্য মিরাজ মুন্না, নাজমুল হক মেহেদী, সাদ্দাম হোসেন, ইতি মিলন, সুলতান মাহমুদ, তৌফিকসহ সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উৎযাপন করা হয়। এ সময় ১১টি রক্তদান সংগঠনকে ও ১৪ জন স্বেচ্ছাসেবককে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ