নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব মতবিনিময় করেছেন।
শনিবার (১১ মে) সকালে উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য ও দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব বলেন, রূপগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নির্বাচিত হলে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, নারী নির্যাতন ও অপহরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পানি সরবরাহসহ সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন। এজন্য তিনি নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয় সেজন্য সকল সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ