ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্টে ভাষা সৈনিকের ছেলের মৃত্যু

প্রকাশনার সময়: ১১ মে ২০২৪, ১৫:২৩

লালমনিরহাটে সেচ পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাষা সৈনিক জহির উদ্দিন আহমেদের বড় ছেলে আজিজার রহমান বাবলুর (৬০) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ মে) রাতে লালমনিরহাটে মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামে ঘটনাটি ঘটে।

মৃত বাবলু লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামের বাসিন্দা। তিনি ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জহির উদ্দিন আহম্মেদ কবিরাজের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে বাড়ির পাশে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বাবলু। প্রতিবেশীরা বুঝতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা ঘটনাটি শুনেছি।

নয়াশতাব্দী/এনএইচ/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ