চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে আহাম্মদ মল্লিক (৭০) ও রুবেল মিয়া (২৫) নামে দুই কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন টুনু খাতুন (৩০) নামে এক গৃহবধূ।
শনিবার (১১ মে) সকাল সাড়ে ৯টায় পৃথক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পাটাচোরা গ্রামের মৃত খেদের মল্লিকের ছেলে আহাম্মদ মল্লিক ও দর্শনা ঝাঝরী দক্ষিণপাড়ার আব্দুল মালেকের ছেলে রুবেল মিয়া। আহত টুনু খাতুন একই উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলনের স্ত্রী।
জানা গেছে, শনিবার সকালে গ্রামের ইশেরগাড়ি মাঠ থেকে কাজ শেষে আহম্মেদ মল্লিক বাড়ি ফিরছিলেন। ওই সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজী নওরীন কৃষক আহম্মেদ মল্লিককে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, দর্শনার ঝাঝরী দক্ষিণপাড়ার রুবেল মিয়া সকালে মাঠে কাজ করতে যান। ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিলেন। পথে ঝাঝরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছালে বজ্রপাতে মারা যান।
এছাড়াও গোবিন্দহুদা গ্রামের টুনু খাতুন বজ্রপাতে গুরুত্বর আহত হয়ে জ্ঞান হারান। তার পরিবারের সদস্যরা সাথে সাথে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ আশরাফ রবিন জানান, বজ্রপাতে আহত টুনু খাতুনকে মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে, অবজারভেশনে আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতের শব্দে তার কানের সমস্যা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ