ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

দিনাজপুরে লরির ধাক্কায় নিহত ২

প্রকাশনার সময়: ১১ মে ২০২৪, ১৩:১২ | আপডেট: ১১ মে ২০২৪, ১৩:১৮

দিনাজপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাংক লরি রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে পড়লে নৈশপ্রহরী আজহার আলীসহ ২ জন নিহত হয়েছেন।

শনিবার (১১ মে) সকাল সাড়ে ৫টায় সদর উপজেলার কাউগাঁ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নৈশপ্রহরী আজাহার আলী (৬০) দিনাজপুর সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত আজির হোসেনের ছেলে। অন্যজন দোকানের ক্রেতা মো. রানা (২৫) সদর উপজেলার কাউগাঁ হাটখোলা গ্রামের বাসিন্দা। পুলিশ ট্যাংক লরিসহ চালক ও হেলপারকে আটক করেছে।

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ হোসেন জানান, জেলার ফুলবাড়ী উপজেলা হতে দিনাজপুর শহরে আসা একটি ট্যাংক লরি সদর উপজেলার কাউগাঁ মোড়ে পৌঁছালে সকাল সাড়ে ৫টার দিকে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় লরিটি রাস্তার পাশে আব্দুস সোবহানের চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে চায়ের দোকানে অবস্থান করা নৈশপ্রহরী আজাহার আলী ঘটনাস্থলেই নিহত হন এবং চা খেতে আসা ক্রেতা মো. রানা আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তার মৃত্যু হয়।

নয়াশতাব্দী/এনএইচ/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ