ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

অটোরিকশা চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশনার সময়: ১০ মে ২০২৪, ২১:৪৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা চুরিকালে শুভ (১৮) নামে এক কিশোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক শুভ উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকার জাহাঙ্গীরের ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা জানান, শুক্রবার সন্ধ্যার সময় কাঞ্চন উত্তর বাজারে মোস্তফা নামক এক ব্যক্তির অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা শুভকে আটক করে গণধোলাই দেয়। স্থানীয় এক ব্যক্তি সরকারি পরিষেবা ৯৯৯ এ কল করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল যায়। পরে এলাকাবাসী তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ