তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।
শুক্রবার (১০ মে) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিনি দলীয় হাই কমান্ডের নির্দেশে মনোনয়য়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলায় তিনি চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। গত ৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তিনি বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশ ও হাই কমান্ডের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের পরামর্শে তিনি উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
টাঙ্গাইল সদর উপজেলায় সবচেয়ে বেশি জনপ্রিয় প্রার্থী হওয়া সত্ত্বেও তিনি দলের প্রতি অকুণ্ঠ আনুগত্য প্রকাশ করে প্রার্থিতা প্রত্যাহার করছেন। যদিও আগামী ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের তারিখ, তবে তিনি শুক্রবারই (১০ মে) তার প্রার্থিতার স্বপক্ষে দাখিলকৃত মনোনয়নপত্র অনলাইনের মাধ্যমে প্রত্যাহার করে নেবেন।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট আট জন চেয়ারম্যান, সাত জন ভাইস চেয়ারম্যান ও দুই জন সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ উপজেলায় মোট সাত জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ