মাগুরা শ্রীপুরে সাবিনগর গ্রামে লিচু পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন।
শুক্রবার (১০ মে) দুপুরের পর থেকে শুরু হয়ে এ সংঘর্ষ চলে বেলা চারটা পর্যন্ত ।
আহতরা হলেন- জাহিদ জোযার্দ্দার (৩৫) পেশায় একজন গ্রাম পুলিশ। দোলোয়ার মন্ডল (৬২), আছাদুল শেখ (৩৮) নাছির মোল্ল্যা (৫৫) সিরাজ মন্ডল (৬০)। তাদের মাগুরা ২৫০ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হালিম চেয়ারম্যানের ভাই ও পরিবারের লোকজন লিচু পাড়ে। এ ঘটনায় সামাজিক মাতব্বর ইউসুফ আলী মন্ডলের বিরুদ্ধে লিচু পাড়ার অভিযোগ করেন। পরে ইউপি সদস্য হান্নান মন্ডল দুইজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে ঘটনা জানতে লিচু বাগানে যায়। সেখানে যাওয়ার পর পুলিশের উপস্থিততে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে লোকজন আহত হয়। এতে বাড়ির ঘর ভাঙচুর করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ তাসনিম আলম বলেন, লিচু পাড়ার ঘটনায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নয়াশতাব্দী/এনএইচ/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ