মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে সালেহা খাতুন (৪০) নামের এক নারীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী।
শুক্রবার (১০ মে) ভোর ৫টার দিকে সালেহার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সালেহা খাতুন তিন সন্তানের জননী।
স্থানীয়রা জানান, ভোরে নামাজ পড়তে উঠেন স্ত্রী সালেহা খাতুন। এ সময় কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে ঘরে থাকা হাসুয়া দিয়ে আঘাত করেন স্বামী এলাহি বক্স। এতে সালেহা খাতুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, এলাহী বক্স মানসিক রোগী। সে দিনের অধিকাংশ সময় রাস্তাঘাটে যত্রতত্র ঘোরাফেরা করে থাকে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম বলেন, গুরুতর অবস্থায় সালেহা খাতুনকে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এলাহী বক্সকে গ্রেপ্তার করে থানায় নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/এনএইচ/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ