দিনাজপুর সদরে ট্রাকের চাপায় মো. মমতাজ নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের নসিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমতাজ আলী কোতোয়ালি থানার পুলহাট পুলিশ ফাঁড়িতে সহকারী উপপরিদর্শক (এএসআই) কর্মরত ছিলেন।
এ ঘটনায় আব্দুল জলিল নামে আরও একজন সহকারী উপপরিদর্শক গুরুতর আহত হয়েছেন।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন, মামলার তদন্ত কাজে বিকেলে এএসআই মমতাজ এবং এএসআই আ. জলিল মোটরসাইকেল যোগে দশমাইলের দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । ঘটনাস্থলেই মোটরসাইকেলের পেছনে বসে থাকা এএসআই মমতাজের ট্রাকের চাপায় মৃত্যু হয়।
পুলিশ সুপার আরও জানান, মোটরসাইকেল চালক এএসআই আ. জলিল গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত আব্দুল জলিল কে এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করান। আব্দুল জলিলের ডান হাত ভেঙে যায়। ঘাতক ট্রাকটিকে জব্দ এবং চালককে গ্রেপ্তারের অভিযান চলছে।
নয়াশতাব্দী/এনএইচ/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ