ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ১০ মে ২০২৪, ১০:৪৯

পটুয়াখালীর কলাপাড়ায় কক্ষের দরজা ভেঙে হালিমা জান্নাত মালিহা (২৪) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত হালিমা জান্নাত মালিহা মহিপুর থানার সদর ইউপির শহীদ মোল্লার মেয়ে। তিনি কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজ বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে পার্শ্ববর্তী উপজেলার আমতলীর বাসিন্দা শাহাজাদা হাওলাদার এর ছেলে আল হাদী মোহাম্মদ আবির এর সঙ্গে বিবাহ হয় মালিহার। কিন্তু পড়াশোনার জন্য তার মামা মিলন তালুকদারের বাসায় থেকে লেখাপড়া করতেন মালিহা। তবে ওই দিন সন্ধ্যার পর থেকে ওই মালিহার রুমের দরজা বন্ধ ছিল। ফলে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজায় গিয়ে ডাকাডাকি করে স্বজনরা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দরজা ভেঙে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।

নয়াশতাব্দী/এনএইচ/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ