ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

রেল ব্রিজের নিচে মিলল অজ্ঞাতনামা মরদেহ

প্রকাশনার সময়: ০৯ মে ২০২৪, ১৬:২৬

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ (৫০) উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মে) ভোর ৫টার দিকে উপজেলার চাঁপড়া ইউনিয়নের গড়াই নদীর ওপর নির্মিত রেল ব্রিজের নিচ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান,অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই ঘটনার মূল রহস‌্য জানা যাবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ