ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

লালমনিরহাট উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

প্রকাশনার সময়: ০৯ মে ২০২৪, ১৫:৩৭

ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ ও গণনা শেষে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বাবুল।

এর আগে, পর পর তিন মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন বাবুল। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। তাদের মধ্যে রুহুল আমীন বাবুল আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৬ হাজার ১৪৩ ভোট। ৯৩৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ওয়াজেদুল ইসলাম শাহীন।

হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৩৪ হাজার ৯০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৩ হাজার ৪৮১ ভোট।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ১২২ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৮৭ হাজার ৪৫৫ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬৬ জন।

হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদ জামান জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।

নয়াশতাব্দী/এনএইচ/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ