ময়মনসিংহে শফিক মিয়া (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
বুধবার (৮ মে) দুপুরে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অসুস্থ অবস্থায় আসামি শফিককে জামালপুর কারাগার থেকে গত মঙ্গলবার (৭ মে) রাত ১০টার দিকে ময়মনসিংহ কারাগারে আনা হয়। এরপর তার অবস্থার আরও অবনতি হলে তাকে মমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জেলার শাহ রফিকুল ইসলাম আরও বলেন, নিহতের স্বজনরা এসেছেন। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ