প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়ে এখন গণনা চলছে। বুধবার (৮ মে) বিকেল ৪টায় দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়।
এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এ নির্বাচনের চেয়ারম্যান পদে ৫৬৫ জনসহ এক হাজার ৬১৯ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন দুই কোটি ৮২ হাজার মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।
১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ