ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুল্যান্সে করে এসে ভোট দেন ইব্রাহীম আলম (৭০) নামের এক ভোটার।
বুধবার (৮ মে) ভোট শেষ হওয়ার ৫ মিনিট আগে এসে হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তিনি। তার বাড়ি হরিপুর উপজেলার হরিপুর গ্রামে।
ইব্রাহীম আলমের ছেলে রবিউল ইসলাম বলেন, ৬ দিন আগে আব্বা স্ট্রোক করে দিনাজপুর হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল কিছুটা সুস্থ হওয়ার পর শুনলেন কাল ভোট। তিনি বলেন, মরার আগে ভোটটা দিতে চাই। সে কারণে সরাসরি হাসপাতাল থেকে কেন্দ্রে এসে উনার পছন্দের প্রার্থীকে ভোট দেন।
অ্যাম্বুল্যান্সে এসেও ভোট দিতে পেরে খুশির কথা জানালেন ইব্রাহীম।
হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আনোয়ার ইসলাম বলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ, হাঁটা-চলা করতে পারছেন না। তবে তিনি স্বাভাবিক রয়েছেন। সে কারণে তার সন্তানকে সাথে রেখে তাকে ভোটাধিকার প্রদানের সুযোগ দেওয়া হয়েছে।
নয়াশতাব্দী/এনএইচ/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ