ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কথা রাখেনি ছেলে, অভিমানে বাবা-মায়ের একসঙ্গে বিষপান

প্রকাশনার সময়: ০৮ মে ২০২৪, ১৫:৪৭

নাটোরে গুরুদাসপুরে ছেলের ওপর অভিমান করে একসঙ্গে বিষপান করেছেন মা-বাবা। উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজন ও স্থানীয়রা।

বুধবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন বাবা-মা হলেন- মো. আলম শেখ ও নাজমা বেগম।

হাসপাতালে চিকিৎসাধীন আলম শেখ বলেন, ‘আমার দুই মেয়ে এক ছেলে। ছেলে সবুজ শেখকে সব জমি লিখে দিয়েছি। ছেলে তাকে কথা দিয়েছিল সংসারের সকল দায়িত্ব নেবে এবং আমার সব ঋণ পরিশোধ করবে। কিন্তু জমি লিখে নেয়ার পর ছেলে কথা রাখেনি। এদিকে ঋণের কারণে পাওনাদারদের অপমান-অপদস্থ সহ্য করতে হচ্ছে। পাশাপাশি ছেলে ও ছেলের বউয়ের দুর্ব্যবহার তো রয়েছেই। তাই অতিষ্ঠ হয়ে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করেছি।’

সবুজের চাচাতো ভাই জুয়েল রানা বলেন, চাচা-চাচি সুস্থ হলে পারিবারিকভাবে বসে এ বিষয়গুলো সমাধানের চেষ্টা করা হবে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক স্নিগ্ধা আক্তার জানান, বিষপান করে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। নাজমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ