ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

বিনার জাত পরিচিতি এবং প্রযুক্তি সম্প্রসারণে প্রশিক্ষণ

প্রকাশনার সময়: ০৭ মে ২০২৪, ২৩:১১

পাবনার ঈশ্বরদীতে বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত পরিচিতি এবং প্রযুক্তি সম্প্রসারণে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের (এসএএও) ভূমিকা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মে) ঈশ্বরদীসহ বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবং বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এই প্রশিক্ষণ কর্মসূচির ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এসও কৃষিবিদ মো: খান জাহান আলীর সভাপতিত্বে এই প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. সাইফুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার।

বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মাহবুবুল আলম। এই প্রশিক্ষণে পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ জেলা থেকে আগত ৩০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ