ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

দৌলতদিয়া পদ্মায় ফের ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশনার সময়: ০৭ মে ২০২৪, ১৯:২১

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মায় ফের ৬ নম্বর ফেরিঘাটে ভাঙন শুরু হয়েছে। এতে ঘাটসহ শতাধিক পরিবারের বসতঘর ও ব‍্যবসায়ী প্রতিষ্ঠান বিলীন হওয়ার আশঙ্কায় দিন গুনছেন এলাকাবাসী।

শুক্রবার (৩ মে) থেকে ফের ভাঙন শুরু হয়। গত বছরের নভেম্বরে এই ঘাটে হঠাৎ করে ১০/১২ ফুট রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে যায়।

স্থানীয়রা জানান, খবর পেয়ে ইতোমধ্যে ভাঙনের স্থান পরিদর্শন করেছেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি।

সরজমিনে মঙ্গলবার (৭ মে) গিয়ে দেখা যায়, ভাঙন কবলিত স্থানে ভাঙন রোধে এখনো কোনো প্রকার ব‍্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাস্থলে থাকা বেশ কয়কজন এলাকাবাসী জানান, বিআইডব্লিউটিএ কতৃপক্ষ এখনো পর্যন্ত ভাঙন রোধে কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। তারা প্রতি বছর বর্ষা মৌসুমে জিও ব‍্যাগ ফেলে ভাঙন রোধ করে কিন্তু তখন নদীতে অনেক স্রোত থাকায় জিও ব‍্যাগ কোনো কাজেই আসেনা।

স্থানীয়রা আরও জানান, দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে ব‍্যবস্থা না নিলে দোকানপাটসহ কয়েকশ পরিবারের ঘর নদীতে বিলীন হয়ে যাবে। ভাঙন রোধে প্রশাসনসহ স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন তারা।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ