ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ট্রাক্টরের নিচে চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশনার সময়: ০৭ মে ২০২৪, ১৬:৫৩

নাটোরের সিংড়ায় ধানবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে আরমান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ মে) সকালে উপজেলার ছোট চোউরগাড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান আলী সিংড়া পৌর এলাকার উত্তর দমদমা মহল্লার মো. গোলাম মোস্তফার ছেলে। সে সিংড়া দমদমা পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, সকালে মামার ট্রাক্টর নিয়ে ছোট চোউরগাড়ি বিলে কাটা ধান বয়ে আনতে যায় আরমান। ধানবোঝাই করে ফিরে আসার সময় নিচু জমি থেকে মূল রাস্তায় ওঠায় ট্রাক্টরটি উল্টে যায়। এতে সে ছিটকে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তিন ধানকাটা শ্রমিকও আহত হন।

নয়াশতাব্দী/এনএইচ/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ