ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

মেঘনায় নিখোঁজের ২ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ০৭ মে ২০২৪, ১৩:০৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর মো. আলিফ প্রধানের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকাল ৮টার দিকে ভবানীপুর এলাকায় সিটি গ্রুপ সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলিফ প্রধান (১৭) উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের মো. ফয়সাল প্রধানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৫ মে) দুপুরে কয়েকজন বন্ধুদের সঙ্গে একই উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামে মেঘনা নদীতে গোসল করতে যায় আলিফ। এসময় আলিফ নদীতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। সঙ্গে থাকা কিশোররা তার স্বজনদের বিষয়টি জানান। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। মঙ্গলবার সকালে স্থানীয়রা নদীর তীরে মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে আলিফের মরদেহ উদ্ধার করে।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, রোববার নিখোঁজ ওই কিশোরের কোনো খোঁজ না মেললে মঙ্গলবার সকাল থেকে আবারও উদ্ধার কাজ শুরু করা হয়। পরে ভবানীপুর এলাকা থেকেই আমরা ওই কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

গজারিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো রাজিব খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/এনএইচ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ