চট্টগ্রামের মিরসরাইয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে উপজেলা, বারইয়ারহাট ও মিরসরাই পৌর বিএনপি।
সোমবার (৬ মে) সকালে উপজেলার বিভিন্ন স্থানে এসব লিফলেট বিতরণ করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এর নির্দেশে মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এ কর্মসূচিতে নেতৃত্ব দেন।
এসময় মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ভুঁইয়া, মিরসরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দোহা মামুন, করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া সওদাগর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মো. ইফতেখার মাহমুদ জিপসন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন ভুইঁয়া টিটু, করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামশেদ আলম ফারুক, জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হাই, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জামশেদ আলম, করেরহাট ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ জিয়া উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, যুবদল নেতা সাইফুল ইসলাম হৃদয়, আকতার হোসেন, মো. শিপনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা একতরফা নির্বাচনের সময় ভোটকেন্দ্রে না যাওয়াসহ সার্বিকভাবে নির্বাচনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
নয়াশতাব্দী/এনএইচ/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ