ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সালথায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রকাশনার সময়: ০৬ মে ২০২৪, ১২:৫৯ | আপডেট: ০৬ মে ২০২৪, ১৩:১৩

ফরিদপুরের সালথায় সাপের কামড়ে মিরাজ ঠাকুর (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিরাজ ঠাকুর উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের বালিঘাটা এলাকার মৃত মকিম ঠাকুরের ছেলে। সে তিন কন্যা সন্তানের জনক।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে মিরাজ ঠাকুর বাড়ি থেকে বের হয়ে খারদিয়া আশ্রয়ন কেন্দ্রে তার ভাই মুরাদ ঠাকুকের কাছে যাওয়ার সময় পাটের আইল থেকে সাপে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সাবিনা বেগম কান্নাকণ্ঠে বলেন, হাসপাতালে যদি সাপের ভ্যাকসিন থাকতো তাহলে এভাবে আমার স্বামী মারা যেতো না। আমাকে এখন কে দেখবে।

নয়া শতাব্দী/এনএইচ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ