জামালপুরের ইসলামপুরে সেফটি ট্যাংক খনন করার সময় মাটি চাপা পড়ে আজিম উদ্দিন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৫ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজিম উদ্দিন উপজেলার পাথর্শী ইউনিয়নের রৌহারকান্দা পালপাড়া গ্রামের মৃত গেতুর ছেলে।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম জানান, নাওভাঙ্গা গ্রামের পুলিশ কনস্টেবল রফিকুলের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংক খননের সময় উপর থেকে মাটির চাপা পড়েন। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আজিম উদ্দিনকে উদ্ধার করে।
স্থানীয়রা জানান, তিনি দীর্ঘ দিন থেকে কুপ খননের কাজ করে আসছেন। নাওভাঙ্গা রফিকুলের বাড়িতে সেফটি ট্যাংকের জন্য কুপ খননের কাজ করতে রোববার সকালে আজিম উদ্দিনসহ আরো দুজন শ্রমিক কুপ খনন কাজ শুরু করেন। দুপুরের সময় মাটি ধসে পড়ে দুইজন শ্রমিক কুপে আড়কা পড়ে যান। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থল দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। হাসপাতালে নেওয়ার পথে আজিম উদ্দিন মারা যান।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ